সোমবার, ৩০ অক্টোবর, ২০১৭

Themes in The Rime of the Ancient Mariner

The extract``Water , Water everywhere’’  is taken from Samuel Taylor Coleridge’s poem , The Rime of the Ancient Mariner .The themes of the poem are sin and redemption, respect for nature , Terror,Through this poem Coleridge implies the terrible sea-voyage of an old mariner who at one point of his journey didn’t have any  water to drink because of a curse .Through these lines, the poet has successfully drawn and shown the importance of water along with sin ,redemption , respect for nature , come to all creatures.

রবিবার, ১৫ অক্টোবর, ২০১৭

The charge of the light brigade

Half a league, half a league,
Half a league onward,
All in the valley of Death
Rode the six hundred.
`Forward, the Light Brigade!
Charge for the guns!' he said:
Into the valley of Death
Rode the six hundred.II.
`Forward, the Light Brigade!'
Was there a man dismay'd?
Not tho' the soldier knew
Some one had blunder'd:
Their's not to make reply,
Their's not to reason why,
Their's but to do and die:
Into the valley of Death
Rode the six hundred.III

Cannon to right of them,
Cannon to left of them,
Cannon in front of them
Volley'd and thunder'd;
Storm'd at with shot and shell,
Boldly they rode and well,
Into the jaws of Death,
Into the mouth of Hell
Rode the six hundred.IV

Flash'd all their sabres bare,
Flash'd as they turn'd in air
Sabring the gunners there,
Charging an army, while
All the world wonder'd:
Plunged in the battery-smoke
Right thro' the line they broke;
Cossack and Russian
Reel'd from the sabre-stroke
Shatter'd and sunder'd.
Then they rode back, but not
Not the six hundred.V

Cannon to right of them,
Cannon to left of them,
Cannon behind them
Volley'd and thunder'd;
Storm'd at with shot and shell,
While horse and hero fell,
They that had fought so well
Came thro' the jaws of Death,
Back from the mouth of Hell,
All that was left of them,
Left of six hundred.VI

When can their glory fade?
O the wild charge they made!
All the world wonder'd.
Honour the charge they made!
Honour the Light Brigade,
Noble six hundred!

মঙ্গলবার, ২ মে, ২০১৭

Recent general knowledge


০১. বর্তমানে মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোথায় অবস্থিত?
উত্তর: আগারগাঁও
০২. বর্তমানে চামড়াশিল্প নগরী ঢাকার কোথায় অবস্থিত?
উত্তর: সাভার
০৩. চামড়া গবেষণা ইনস্টিটিউট ঢাকার কোথায় অবস্থিত?
উত্তর: সাভার
০৪. মুক্তিযুদ্ধের সর্বোচ্চ ভাস্কর্যের নাম কি?
উত্তর: বীর
০৫. মুক্তিযুদ্ধের সর্বোচ্চ ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
উত্তর: নিকুঞ্জ, ঢাকা
০৬. মুক্তিযুদ্ধের সর্বোচ্চ ভাস্কর্যবীর’-এর মূল ডিজাইনার কে?
উত্তর: হাজ্জাজ কায়সার
০৭. ১৪ এপ্রিল ২০১৭ কোন বিশ্ববিদ্যালয় দাপ্তরিক কাজে ইংরেজির পাশাপাশি বাংলা সন তারিখ ব্যবহার বাধ্যতামূলক করে?
উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয়
০৮. বর্তমানে দেশে কার্যক্রম চলছে এমন সরকারি বিশ্ববিদ্যালয় কতটি?
উত্তর: ৩৯টি
০৯. বর্তমানে দেশে সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় কতটি?
উত্তর: ৩টি
১০. রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে?
উত্তর: অধ্যাপক ডা. মাসুম হাবিব
১১. চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে?
উত্তর: অধ্যাপক ডা. ইসমাইল খান
১২. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)-এর প্রথম এমেরিটাস অধ্যাপক কে?
উত্তর: . এমএ সাত্তার মণ্ডল
১৩. কাওমি মাদরাসার দাওরায়ে হাদিসকে মাষ্টার্স (আরবি ইসলামিক স্টাডিজ)-এর সমমান দেয়া হয় কবে?
উত্তর: ১৩ এপ্রিল ২০১৭
১৪. ফরাসি ভাষায়অসমাপ্ত আত্মজীবনীপ্রকাশিত হয় কবে?
উত্তর: ২৬ মার্চ ২০১৭
১৫. বঙ্গবন্ধুরঅসমাপ্ত আত্মজীবনীফরাসি ভাষায় অনুবাদ করেন কে?
উত্তর: প্রফেসর ফ্রান্স ভট্টাচার্য
১৬. হিন্দি ভাষায়অসমাপ্ত আত্মজীবনীপ্রকাশিত হয় কবে?
উত্তর: এপ্রিল ২০১৭
১৭. বঙ্গবন্ধুরঅসমাপ্ত আত্মজীবনীহিন্দি ভাষায় অনুবাদ করেন কে?
উত্তর: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়
১৮. বঙ্গবন্ধুরঅসমাপ্ত আত্মজীবনীআরবি ভাষায় অনুবাদ করেন কে?
উত্তর: ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়
১৯. বঙ্গবন্ধুরঅসমাপ্ত আত্মজীবনীকোন কোন ভাষায় অনুবাদ হয়েছে?
উত্তর: ইংরেজি, জাপানি, চীনা, আরবি, ফরাসি হিন্দি ভাষায়
২০. ‘ফাদার অব অল বোম্বস’ (FOAB) কোন দেশের তৈরি?
উত্তর: রাশিয়া
২১. ‘মাদার অব অল বোম্বস’ (MOAB) কোন দেশের তৈরি?
উত্তর: যুক্তরাষ্ট্র
২২. আন্তর্জাতিক আদিবাসী ভাষা বর্ষ কোন সাল?
উত্তর: ২০১৯ সাল
২৩. ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার নতুন গভর্নর কে?
উত্তর: আনিস বাসউইদেন
২৪. দক্ষিণ এশিয়ার দীর্ঘতম সেতুর নাম কী?
উত্তর: ঢোলা-সাদিয়া সেতু
২৫. দক্ষিণ এশিয়ার দীর্ঘতম সেতু ঢোলা-সাদিয়া কোন দেশে অবস্থিত?
উত্তর: ভারত
২৬. বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) –এর বর্তমান নির্বাহী পরিচালক কে?
উত্তর: ডেভিড বিয়াসলে (যুক্তরাষ্ট্র)
২৭. বিশ্ব শুল্ক সংস্থা (WCO) –এর বর্তমান সদস্য দেশ কতটি?
উত্তর: ১৮১টি
২৮. মার্চ ২০১৭ কোন দেশ WCO-এর ১৮১তম সদস্যপদ লাভ করে? 
উত্তর: কসোভো
২৯. ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (IPU)-এর বর্তমান সদস্য দেশ কতটি?
উত্তর: ১৭৩টি
৩০. এপ্রিল ২০১৭ কোন দুটি দেশ IPU-এর সদস্যপদ লাভ করে?
উত্তর: ট্যুভালু মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র
৩১. ২০১৬ সালে প্রবাসী আয় বা রেমিট্যান্স অর্জনে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: ভারত
৩২. ২০১৬ সালে প্রবাসী আয় বা রেমিট্যান্স অর্জনে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর: অষ্টম
৩৩. প্রবাসী আয় বা রেমিট্যান্স কোন দেশের জিডিপিতে সর্বাধিক অবদান রাখে?
উত্তর: কিরগিজস্তান
৩৪. ২০১৭ সালের ভ্রমণ পর্যটন প্রতিযোগিতা সূচকে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: স্পেন
৩৫. ২০১৭ সালের ভ্রমণ পর্যটন প্রতিযোগিতা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি?
উত্তর: ইয়েমেন
৩৬. ২০১৭ সালের ভ্রমণ পর্যটন প্রতিযোগিতা সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর: ১২৫তম
৩৭. সক্রিয় ফেসবুক ব্যবহারে বিশ্বে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: যুক্তরাষ্ট্র
৩৮. সক্রিয় ফেসবুক ব্যবহারে বিশ্বে শীর্ষ শহর কোনটি?
উত্তর: ব্যাংকক
৩৯. সক্রিয় ফেসবুক ব্যবহারে বিশ্বে ঢাকা শহরের অবস্থান কততম?
উত্তর: দ্বিতীয়
৪০. বিদ্যুৎ সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর তালিকায় বিশ্বের শীর্ষ দেশ কোনটি?
উত্তর: ভারত
৪১. বিদ্যুৎ সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর তালিকায় বিশ্বের বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর: পঞ্চম
৪২. ৩০তম ASEAN শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
উত্তর: 28-29 এপ্রিল 2017
৪৩. ৩০তম ASEAN শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর: ম্যানিলা, ফিলিপাইন
৪৪. ৪৩তম জি- শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে?
উত্তর: ২৬-২৭ মে ২০১৭
৪৫. ৪৩তম জি- শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: সিসিলি, ইতালি
৪৬. ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (IPU)-এর ১৩৬তম সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
উত্তর: - এপ্রিল ২০১৭
৪৭. IPU-এর ১৩৬তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর: ঢাকা, বাংলাদেশ
৪৮. বাংলাদেশ টি২০ ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক কে?
উত্তর: সাকিব আল হাসান
৪৯. ২৮ মার্চ ২০১৭ ওয়ানডে ক্রিকেটের ৪১তম হ্যাটট্রিক করেন কে?
উত্তর: তাসকিন আহমেদ (বাংলাদেশ)
৫০. এপ্রিল ২০১৭ টি২০ ক্রিকেটের পঞ্চম হ্যাটট্রিক করেন কে?
উত্তর: লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা)

সূত্র: কারেন্ট অ্যাফেয়ার্স-মে ২০১৭