প্রসঙ্গ আফ্রিকা
............................................................
গোটা পৃথিবীকে ৫ ভাগ করুন। এই ৫ ভাগের এক
ভাগ জুড়ে আছে কালো মানুষের দেশ আফ্রিকা।
আমরা কথায় কথায় সাহারা মরুভুমির রেফারেন্স দেই।
এই সাহারা আপা( পড়ুন মরুভূমি) আফ্রিকাতেই অবস্থিত।
যদি কেউ প্রশ্ন করে, আফ্রিকাতে কয়টা দেশ !
উত্তরটা খুব দ্রুত দিন......সেঞ্চুরি করে আরও ৪
রান অর্থাৎ৫৪ টা দেশ আছে আফ্রিকাতে। আপনার
সামনে ম্যাপ আছে তো ? বেশ দেখতেই
পারছেন আফ্রিকা আর একটু হলেই ইউরোপের
সাথে লাইন মারতে পারতো যদি না মাঝখানে
বেরসিকের মতো ভূমধ্যসাগর হাজির না হতো।
কাণ্ডজ্ঞান বলতে কিছুই নেই ভূমধ্যসাগরের !!
ম্যাপ টা পাশে আছে তো?ওই যে দ্যাখেন,
আফ্রিকা যে একটু এশিয়ার সাথে সুখ দুঃখের কথা
বলবে সেই উপায় টাও নাই। মাঝখানে আছে
লোহিত সাগর। বোঝাই যাচ্ছে, অধিকাংশ বিসিএস
প্রত্যাশীর মতো আফ্রিকাও এখনো
ব্যাচেলর ! আচ্ছা ভাই, আপনার কি খুব ঠান্ডা
লাগতেসে? কোনো ব্যাপার না, সোজা
আফ্রিকার লিবিয়াতে চলে যান। লিবিয়ার আল_আজিজিয়া
হলো পৃথিবীর সবথেকে হট স্থান।
............................................................
গোটা পৃথিবীকে ৫ ভাগ করুন। এই ৫ ভাগের এক
ভাগ জুড়ে আছে কালো মানুষের দেশ আফ্রিকা।
আমরা কথায় কথায় সাহারা মরুভুমির রেফারেন্স দেই।
এই সাহারা আপা( পড়ুন মরুভূমি) আফ্রিকাতেই অবস্থিত।
যদি কেউ প্রশ্ন করে, আফ্রিকাতে কয়টা দেশ !
উত্তরটা খুব দ্রুত দিন......সেঞ্চুরি করে আরও ৪
রান অর্থাৎ৫৪ টা দেশ আছে আফ্রিকাতে। আপনার
সামনে ম্যাপ আছে তো ? বেশ দেখতেই
পারছেন আফ্রিকা আর একটু হলেই ইউরোপের
সাথে লাইন মারতে পারতো যদি না মাঝখানে
বেরসিকের মতো ভূমধ্যসাগর হাজির না হতো।
কাণ্ডজ্ঞান বলতে কিছুই নেই ভূমধ্যসাগরের !!
ম্যাপ টা পাশে আছে তো?ওই যে দ্যাখেন,
আফ্রিকা যে একটু এশিয়ার সাথে সুখ দুঃখের কথা
বলবে সেই উপায় টাও নাই। মাঝখানে আছে
লোহিত সাগর। বোঝাই যাচ্ছে, অধিকাংশ বিসিএস
প্রত্যাশীর মতো আফ্রিকাও এখনো
ব্যাচেলর ! আচ্ছা ভাই, আপনার কি খুব ঠান্ডা
লাগতেসে? কোনো ব্যাপার না, সোজা
আফ্রিকার লিবিয়াতে চলে যান। লিবিয়ার আল_আজিজিয়া
হলো পৃথিবীর সবথেকে হট স্থান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন