The Uses of Important Prepositions
At, In : বড় জায়গা বা ব্যাপক সময়ের বেলায় in ছোট জায়গা বা নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে at.
➟ For example: I live at Dhanmondi in Dhaka. I will go there at 1600 hrs in the evening.
In, Into: স্থিতি বোঝাতে in গতি বোঝাতে into.
➟He is in Singapore now. The dog fell into the ditch. My sister lives in Peris. He rushed into the room.
At, on, In: নির্দিষ্ট সময় at, দিন বা তারিখ on, মাস বা বছর in.
➟He was born at 1500 hrs on Sunday in June in 1980. I shall meet you on the 15th July.
In, After: অতীতের সময়/পরে বোঝাতে after; ভবিষ্যতের সময়/পরে বোঝাতে in.
➟ He came back home in a week. He will come back home in a week.
By, With: যে নিজে কাজ করে তার আগে by এবং যে বস্তু দিয়ে কাজ করা হয় তার আগে with.
➟ The snake was killed by Richard with stick. Robert was killed by himself. He sees with his eyes. I cannot write with your pen.
In, By/Before/Within: ভবিষ্যতের কোন সময়ের শেষ পর্যন্ত বোঝাতে in এবং সেই সময় শেষ হয়ে যাওয়ার আগে by/before/within.
➟ Example আমি সাত দিনে কাজটা শেষ করবো। I will finish the work in 7 days. আমি সাত দিনের মধ্যে কাজটা শেষ করবো I will finish the work within 7 days or by 7 days.
Beside, Besides: Beside পাশে থাকা বোঝাতে sit beside me.
➟ He was all along beside me. Besides বেশি থাকা বোঝাতে Besides this pen I have another one. Besides this reason, there are many more.
Between, Among: দুইয়ের মধ্যে বোঝাতে between, দুইয়ের বেশির মধ্যে বোঝাতে among.
➟ Divide the apples between Rafin and Rayan. Meet me between 9 and 11. Hassan distributed the prizes among the participants. The remour has spread among the staff.
Since, For: নির্দিষ্ট সময় বোঝাতে since অনির্দিষ্ট সময় বোঝাতে for.
➟Julia has been sick since Monday last. Kathy has been sick for three days.
In, On, To: সীমার মধ্যে in, সীমার উপরে on, সীমার বাইরে to.
➟Saderghat is in the south of Dhaka. The Buriganga is on the south of Dhaka. Zinzira is to the south of Dhaka.
Preposition of Time:
বছর, মাস ঋতুর বেলায় In হবে- ➟in ২০০৬, in Winter/Summer, in July, in the 21st Century.
এক সপ্তাহ বা তার বেশির বেলায় In হবে-➟ in the Easter holiday, in the Summer term.
দিনের একটি অংশের বেলায় In হবে➟ in the morning, in the afternoon.
দিন এবং তারিখের আগে on হবে➟ Rafin was born on Wednesday. Rayan was born on the 12th October.
দিনের নামের সঙ্গে দিনের একটি অংশ উল্লেখ করলে তার আগে On হবে।➟ On Wednesday morning, on Friday evening.
ঘড়ির সময় এবং খাবারের সময়ের আগে at হবে➟ Christy will come at 6.30 pm, Kate is at lunch now.
This, next, last, tomorrow, yesterday, every ইত্যাদি শব্দের আগে সাধারণত In, On, At ব্যবহার করা হয় না➟ I will see you next Friday. She came back last night. I saw her yesterday. We go there every summer/ winter. The party is tomorrow evening.
দুই বা তার বেশি দিনের বেলায় At হবে; ➟at Easter, at Christmas, at the weekend যদিও আমেরিকায় on the weekend বলে।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন